ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে অংশীদার করতে চায় যুক্তরাষ্ট্র

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে অংশীদার করতে চায় যুক্তরাষ্ট্র। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মাঝে বাংলাদেশের অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমনটাই মনে করছেন মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-সহকারী মন্ত্রী লরা স্টোন।
মার্কিন পররাষ্ট্র দফতর থেকে লরা স্টোন ঢাকার সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল ব্রিফিংকালে এ অভিমত ব্যক্ত করেন। এসময় তিনি আরো বলেন, ক্রমবর্ধমান অর্থনীতির বাংলাদেশ একটি সাকসেস স্টোরি। ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এটি একটি ইতিবাচক কৌশল। ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির বিষয়ে সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি. এসপারের সঙ্গে টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন। ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদানে বাংলাদেশ সম্মত হয়েছে।