ইতালিয়ান সিরি আর লিগে শীর্ষে এখন ইন্টার মিলান

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ইতালিয়ান সিরি আর লিগে শীর্ষে এখন ইন্টার মিলান। স্যালেরনিতানাকে ৫-০ গোলে হারিয়ে এসি মিলানের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্টে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুতেই লিড নেয় ইন্টার। ১১ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ক্রোয়াট ফরোয়ার্ড ইভান পেরেসিচ। ৩৩ মিনিটে এডিন জেকোর অ্যাসিস্টে ইন্টারকে দ্বিতীয় গোল এনে দেন ডাচ রাইট ব্যাক ডেনজেল ডামফ্রাইস। ৫২ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বর্তমান চ্যাম্পিয়নরা।৭৭ মিনিটে ইন্টার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ যোগ দেন গোল উৎসবে। ৮৭ মিনিটে পঞ্চম গোল পায় ইনজাগির দল, এবার ইতালিয়ান মিডফিল্ডার রবার্তো গাগলিয়ারদিনি স্কোরশিটে নাম তুললে ৫-০ গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান। টানা ৫ম জয়ে সিরি আর পয়েন্ট টেবিলের শীর্ষে এখন সিমন ইনিজাগির দল।