ইতালিয়ান লিগে ছুটছে এসি মিলানের জয়রথ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ইতালিয়ান লিগে ছুটছে এসি মিলানের জয়রথ। সাম্পদোরিয়াকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো মিলান জায়ান্টরা। অন্য ম্যাচে ক্রোতোনেকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যারাডোনার স্মৃতিবিজড়িত নাপোলি।
অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে ফ্র্যাঙ্ক কেসির পেনাল্টি গোলে এগিয়ে যায় মিলান। ম্যাচের ৭৭ মিনিটে স্প্যানিশ উইঙ্গার সামু ক্যাসিলিহোর গোলে আবারো এগিয়ে যায় সফরকারীরা। ৮২ মিনিটে সাম্পদোরিয়ার হয়ে এক গোলে শোধ দেন সুইডিশ মিডফিল্ডার আলবিন একদাল। এ জয়ে সিরি আ’য় টানা ১৯ ম্যাচ অপরাজেয় এসি মিলান। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সবার উপরে রোজোনেরিরা। সমান ম্যাচে ইন্টারের পয়েন্ট একুশ। তিন ও চারে থাকা নাপোলি ও জুভেন্টাসের পয়েন্ট সমান বিশ।



















