ইছামতি নদীর দু’পাড়ে বৈধ বসতিদের উচ্ছেদের প্রতিবাদে অনশন কর্মসূচি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পাবনায় ইছামতি নদীর দু’পাড়ে বৈধ বসতিদের উচ্ছেদের প্রতিবাদে কাফনের কাপড় পড়ে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করেছে বৈধ বসতি স্বার্থ সংরক্ষণ কমিটি।
সোমবার সকাল ১০টা থেকে শহরের আব্দুল হামিদ সড়কের সামনে এই অনশন কর্মসূচী শুরু হয়। বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির নেতারা বলেন, নদীর দু’পাড়ে শতবর্ষ ধরে বৈধভাবে সরকারকে খাজনা দিয়ে বসবাস করে আসছেন কয়েক হাজার মানুষ।আজ তারা উচ্ছেদ হুমকির মুখে। কোন প্রকারের নোটিশ বা আলোচনা ছাড়াই এই উচ্ছেদ কার্যক্রম চালানো হলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তাদের দাবি, বসতিদের কাগজপত্র দেখে এই উচ্ছেদ কার্যক্রম করা হোক। আর যদি নদীর খনন করার জন্য জায়গা প্রয়োজন হয়, তাহলে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। দাবি না মানা পর্যন্ত কর্মসূচী চলবে বলে জানান কমিটির নেতারা।























