ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার চুক্তি ব্রেক্সিট অনুমোদন

- আপডেট সময় : ০৫:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
- / ১৬০৫ বার পড়া হয়েছে
ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার চুক্তি ব্রেক্সিট অনুমোদন করেছে ইউরোপীয় পার্লামেন্ট।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বুধবার ইউরোপীয় পার্লামেন্টে আবেগঘন বিতর্কের পর ভোটাভুটিতে ব্রেক্সিটের পক্ষে ৬২১ ভোট ও বিপক্ষে পড়ে ৪৯ ভোট। প্রস্তাব পাস হওয়ার পর পার্লামেন্টের সদস্যরা স্কটিশ ভাষায় রচিত বিদায়ী সংগীত ‘অল্ড লাং জাইন’ গেয়ে যুক্তরাজ্যকে বিদায় জানান। শুক্রবার ব্রাসেলসের স্থানীয় সময় রাত ১২টায় যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছাড়বে। ব্রেক্সিট হওয়ার আগে চুক্তি অনুমোদন প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ ছিল ইউরোপীয় পার্লামেন্টের এ ভোট। এর আগে গেলো অক্টোবরে যুক্তরাজ্য ও ইইউ এই বেক্সিট চুক্তিটিতে সমর্থন জানিয়েছিলো। এরআগে, ২০২০ সালের ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সময় নির্ধারণ করে যুক্তরাজ্য। ২০ ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্টে এ সংক্রান্ত বিলটি বড় ভোটের ব্যবধানে পাস করেন দেশটির সংসদ সদস্যরা।