ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে রাতে মাঠে নামবে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে রাতে মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ তুর্কিশ ক্লাব গ্যালাতাসারি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
প্রতিপক্ষ তুলনামূলক সহজ হলেও ম্যাচ জেতা কঠিন হবে কাতালানদের জন্য। সাসপেনশনের কারনে এ ম্যাচে দেখা যাবে না বার্সা মিডফিল্ডার গাভিকে। এছাড়াও একাদশের বাইরে থাকবে আনসু ফাতি, সার্জি রবার্তো, স্যামুয়েল উমতিতি। তবে, টানা নয় ম্যাচে অপরাজিত জাভি হার্নানদেজের শিষ্যরা এ ম্যাচে জয়ের দাবিদার। অন্যদিকে ইনজুরির কারনে এই ম্যাচে দেখা যাবে না গ্যালাতাসারির তারকা খেলোয়াড় আরদা তুরানকে। দু’দলের পরিসংখ্যানে অনেকটা এগিয়ে বার্সা। সব মিলিয়ে আট দেখায় বার্সার পাঁচ জয়ের বিপক্ষে গ্যালাতাসারির জয় মাত্র একটি।










