ইউরোর সেমিফাইনালে উড়ন্ত ইতালির সঙ্গী স্পেন

- আপডেট সময় : ০৭:৪০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ইউরোর সেমিফাইনালে উড়ন্ত ইতালির সঙ্গী স্পেন। কোয়ার্টারের বিগ ম্যাচে আজ্জুরিদের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে রেংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়াম। শেষ আটেই থেমেছে সুইজারল্যান্ড। টাইব্রেকে সুইসদের কাঁদিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে স্পেন।
অপ্রতিরোধ্য এই ইতালিকে রুখবে সাধ্যকার। পারেনি রেংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামের সোনালী প্রজন্মও। টানা ৩২ ম্যাচ অপরাজেয়র রেকর্ডকে সঙ্গী করে ইউরোর শেষ চারে পা রাখলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২-১ গোলে হেরে আবারও রূপকথার জন্ম দিতে ব্যর্থ বেলজিয়াম।
যদিও মিউনিখের হাইভোল্টেজ ম্যাচে শুরুটা আক্ষেপে। রেফারির অফসাইডের বাঁশি থামিয়ে দেয় বনুচ্চি আর ইতালির আনন্দ। তবে, বারেল্লার গোলে ৩১ মিনিটে সত্যিকারের উল্লাসে মাতে ইতালি।
ক্ষণে ক্ষণে কাঁপন ধরেছিলো ইতালির রক্ষণেও। তবে আটকে ছিলেন কেভিন ডি ব্রুইনা, রুমেলু লুকাকুরা আপস…
উল্টো লিড বাড়ায় ইতালি। লরেঞ্জো ইনসিনিয়ের চোখ জুড়ানো গোলে কিছুই করার ছিলোনা থিবো কোর্তোয়ার। খানিকবাদেই স্কোরশিটে পরিবর্তন। সফল স্পটকিকে ব্যবধান কমান রোমেলু লুকাকু।
বিরতির পরও চললো বেলজিয়ামের কাউন্টার অ্যাটাক। তবে, আর সফলতার মুখ দেখেনি রেড ডেভিলরা। ব্যবধান বাড়াতে পারেনি ইতালিরও। তেরো ম্যাচ পর প্রথম পরাজয়ে শেষ হলো বেলজিয়ামের ইউরো মিশন।
শেষ ষোল’র রোমাঞ্চ কোয়ার্টারেও টেনে এনেছিলো স্পেন ও সুইজারল্যান্ড। তবে এদিন টাইব্রেকারে কপাল পুড়েছে সুইসদের। উনাই সিমোনের বীরত্বে শেষ চারে পা রেখেছে স্পেন।
ভাগ্য পরিক্ষায়, মিসের শুরুটা করেছিলেন স্পেনের সার্জিও বুসকেটস। অধিনায়কের পথ অনুসরন করেছেন তৃতীয় শট নেয়া রদ্রিও। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ সুইসরা। চার শটের শেষ তিনটিতে মিস করেছেন ফ্যাবিয়ান, আকাঞ্জি ও ভার্গাস।
সেন্ট পিটার্সবার্গে শেষের মতো শুরুর গল্পটাও স্পেনের। লিড নিতে সময় নিলো মাত্র ৮ মিনিট। জর্ডি আলবার শটে আত্মঘাতি গোলে এগিয়ে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধে ভাঙ্গে স্পেনের প্রতিরোধ। সুইজারল্যান্ডকে সমতায় ফেরান জেরদান শাকিরি।
শেষ পর্যন্ত নির্ধারিত সময় ১-১ গোলের সমতা/ সমতায় পরের ত্রিশ মিনিটও। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকে। যেখানে স্পেনের অভিজ্ঞতার কাছে হেরেছে সুইজারল্যান্ড।