ইউরোপিয়ান ফুটবলে জয় পেয়েছে পিএসজি, চেলসি ও রিয়াল মাদ্রিদ

- আপডেট সময় : ০১:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ইউরোপিয়ান ফুটবলে জিজ লিগে জয় পেয়েছে পিএসজি, চেলসি ও রিয়াল মাদ্রিদ। অলিম্পিক লিঁওকে ২-১ গোলে হারিয়েছে প্যারিসিয়ানরা। একই ব্যবধানে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতেছে রিয়াল।
আর লন্ডন ডার্বিতে টটেনহাকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। তবে, হোঁচট খেয়েছে রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাস। এসি মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তুরিনের ওল্ড-লেডিরা। পার্ক দে প্রিন্সে লিঁও’র বিপক্ষে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিলো পিএসজি। যদিও আগে গোল হজম করে প্যারিসিয়ানরা। ৫৪ মিনিটে অলিম্পিক লিঁওকে এগিয়ে দেন লুকাস পাকুয়েতা। ৬৬ মিনিটে সমতা আনে পিএসজি। পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান নেইমার। আর ম্যাচের অতিরিক্ত সময়ে মাউরো ইকার্দি গোলে জয় নিশ্চিত করে পিএসজি। বেশ কয়েকটি সুযোগ পেয়ে এ ম্যাচেও গোল করতে পারেননি মেসি। পরে ৭৬ মিনিটে এলএমথার্টি পরিবর্তে আশরাফ হাকিমিকে মাঠে নামান পিএসজি কোচ।