ইউরোপা লিগে আজ মাঠে নাম্বে ম্যানইউ, প্রতিপক্ষ অস্ট্রিয়ান ক্লাব লাস্ক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ইউরোপা লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। দর্শক বিহীন ম্যাচে ম্যানইউ’র প্রতিপক্ষ অস্ট্রিয়ান ক্লাব লাস্ক। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটে।
প্রথমবারের মতো অস্ট্রিয়ান ক্লাবটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। গেলো ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি ম্যানসিটিকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন শোলশায়ার বাহিনী। এছাড়া লাস্কের বিপক্ষে রেডডেভিলসদের বড় অনুপ্রেরণা–সব প্রতিযোগিতা মিলে শেষ ১০ ম্যাচের অপরাজিত থাকা। তবে, ইনজুরিতে চিন্তিত ম্যানইউ। এ ম্যাচে পগবা-রাশফোর্ডের সার্ভিস পাবেনা ম্যানচেস্টার ইউনাইটেড। তাই গেলো ম্যাচের স্কোরার ম্যাকটমিনিকে দেখা যেতে পারে শুরুর একাদশে। এদিকে ইউরোপা লিগেও পরেছে করোনা আতঙ্কের প্রভাব। যার কারণে স্থগিত হয়েছে ইন্টার মিলান-গেটাফে ও সেভিয়া-রোমার ম্যাচ।