ইউপি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই দেশের বিভিন্ন স্থানে বাড়ছে সহিংসতার মাত্রা
- আপডেট সময় : ০২:০০:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
চতুর্থ ও ৫ম ধাপের ইউপি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই দেশের বিভিন্ন স্থানে বাড়ছে সহিংসতার মাত্রা। সকালে ঝিনাইদহে ইউপি নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে আহত হয়েছ ২০ জন।
ঝিনাইদহের হরিণাকুন্ডুর রঘুনাথপুর ইউনিয়নের শ্রীফলতলায় সাইদুল ও রেজাউলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এরপরেই উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে র কমপক্ষে ২০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সাইদুল ইসলাম ও রেজাউল ইসলাম ৫ জানুয়ারী ৫ম ধাপের ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, সাভারের বনগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার প্রার্থীর আয়োজিত প্রস্তুতি সভায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গেলরাতে বনগাঁওয়ের কোন্ডায় স্থানীয় আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরা এ হামলা চালায়।











