ইউপি নির্বাচন পরবর্তী সংঘর্ষে মুন্সীগঞ্জ ও নোয়াখালীতে আহত ২৫

- আপডেট সময় : ০৯:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতা বাড়ছেই। নির্বাচনের পর চতুর্থ দিনে নোয়াখালীর বেগমগঞ্জে কুতুবপুর ইউপিতে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ২০ জন। ভাংচুর করা হয়েছে শতাধিক বাড়ীঘর।
ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী নুর মোহাম্মদ মানিক অভিযোগ করেন, বিজয়ী মেম্বার আলমগীর হোসেন লোকজন নিয়ে গভীর রাতে তার মুদি দোকানসহ তিনটি ঘরে আগুন দেয়। অন্যদিকে, বিজয়ী মেম্বার নুরুল হুদা আলমগীর পাল্টা অভিযোগ করে বলেন, শুক্রবার দুপুরে পরাজিত মেম্বার প্রার্থীর ছেলেসহ ৮/১০ জন তার বাড়িতে হামলা করে।
নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দিতে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের দু’পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে আহত হয় ২০ জন সমর্থক। দুপুর পর্যন্ত পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষের শতাধিক ঘরবাড়ি ভাংচুর চালানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে।