ইউপি নির্বাচন ঘিরে প্রায় প্রতিদিনই ঘটছে সহিংসতা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে মারামারি ও সহিংসতার ঘটনা ঘটছে।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ‘বিদ্রোহী’দের মধ্যে সংঘর্ষ বেশি হচ্ছে। সহিংসতায় ব্যবহৃত হচ্ছে দেশি অস্ত্র থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র। গত ৪ মাসে নির্বাচনী সংঘাতে সারা দেশে ৬৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার বিকেলেও পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সেলিম রেজা নিহতের অভিযোগ পাওয়া গেছে। কিন্তু পুলিশ বলেছে, সেলিম নামে এক যুবক হার্ট অ্যাটাকে মারা গেছেন এমন খবর তাদের কাছে রয়েছে। ঘটনার পর সন্ধ্যায় সেলিমের মরদেহ নিয়ে মিছিল করেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা। চঞ্চলের ফাঁসি দাবি করে বিভিন্ন শ্লোগান দেন। আসছে ২৮ ডিসেম্বর চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।