ইউপি নির্বাচনের নামে দেশে সহিংসতা চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ইউপি নির্বাচনের নামে দেশে সহিংসতা চলছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা জিএম কাদের।
সকালে ঢাকার কারওয়ান বাজার বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পদ্ধতি ঠিক করা না হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দেশে শিক্ষার্থীদের জন্য সব যান বাহনে হাফ পাসের ব্যবস্থা করতে পরিবহণ মালিকদের সঙ্গে সরকারকে আলোচনা করার আহবান জানান তিনি। এসময়ে তিনি আরো বলেন, চাহিদা অনুযায়ী সরববাহ নিশ্চিতে সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদারের প্রতি গুরুত্ব দিতে সরকারের প্রতি আহবান বিরোধী দলীয় নেতা জিএম কাদের।