ইউপি চেয়ারম্যানের খপ্পরে পড়ে দ্বারে দ্বারে ঘুরছেন রাজশাহীর অসহায় কৃষক

- আপডেট সময় : ০২:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ক্ষমতাসীন দলের দাপুটে এক ইউপি চেয়ারম্যানের খপ্পরে পড়ে দ্বারে দ্বারে ঘুরছেন রাজশাহীর দুর্গাপুরের ৬০ অসহায় কৃষক। লিজের মেয়াদ শেষ হলেও মসজিদসহ কৃষকের ৭৬ বিঘার পুকুর দখলে রেখেছেনে ওই চেয়ারম্যান। ইউএনও’র কাছে নালিশ করেও মিলছে না প্রতিকার। পুলিশের উপস্থিতিতেই পুকুর পাড়ে আন্দোলন-কর্মসুচি পালন করেন তারা।
দূর্গাপুর উপজেলার আংরার বিলে ৭৬ বিঘার একটি পুকুর ১০ বছর আগে ৬০ জন কৃষকের কাছ থেকে লিজ নিয়েছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম রেন্টু। ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় নৌকার বিদ্রোহী প্রার্থী হলে, ওই কৃষকরাই তার পক্ষে ভোটের মাঠে নামেন।
কিন্তু চেয়ারম্যান হওয়ার পরই পাল্টে গেছেন রেন্টু। লিজের মেয়াদ শেষ হলেও পুকুরের দখল ছাড়তে চান না তিনি। ১৩ মাসে এক বছর হিসেব ধরে মসজিদ ও কৃষকে এই বিশাল পুকুর দখলে রেখেছেন তিনি।
ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার না পেয়ে পুকুরপাড়ে পুলিশ পাহাড়ায় প্রতিবাদ কর্মসুচি পালন করেন ভুক্তভোগী কৃষকরা।
ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানকে পাওয়া যায়নি। তবে অবৈধভাবে পুকুর দখলে রাখার অভিযোগ অস্বীকার করেন তিনি।
এ বিষয়ে জানতে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেন নি ইউএনও।