ইউপিডিএফের ৩ কর্মী হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ১৯৪৮ বার পড়া হয়েছে
পানছড়িতে ইউপিডিএফের ৩ কর্মীকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় চলছে সকাল -সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি। আন্ত:জেলা ও অভ্যন্তরীণ সড়কে কোন গাড়ি চলছে না।
অবরোধের কারণে জেলার সাথে ঢাকা, চট্রগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শহর, শহরতলীতে হালকা যান চলাচল করছে। তবে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী নৈশ বাসগুলো পুলিশী পাহারায় খাগড়াছড়িতে প্রবেশ করে। এদিকে অবরোধের সমর্থনে জেলার কয়েকটি স্থানে পিকেটিং এর খবর পাওয়া গেছে। তবে এখনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার সকালে জেলার পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত হয়।




















