ইউনূস সরকারের প্রতি আস্থা রয়েছে বিএনপির : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ১৫১৩ বার পড়া হয়েছে
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইউনূস সরকারের প্রতি আস্থা রয়েছে বিএনপি’র। বলেন, বর্তমান সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবে।
সকালে, পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে অসহায় বৃদ্ধ দম্পতির বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করার সময় এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, গেলো সরকারের সময়ে বিদেশি প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল, যা দেশের স্বার্থবিরোধী ছিল। তিনি ভারতের আদানী গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিকে রাষ্ট্রবিরোধী ও জনগণের ওপর অতিরিক্ত বোঝা হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রের প্রধান বন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব পড়তে পারে বলে জানান রিজভী।






















