ইউনিয়ন পরিষদ নির্বাচন যত এগিয়ে আসছে বাড়ছে সহিংসতা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
 - / ১৬০৭ বার পড়া হয়েছে
 
১১ নভেম্বরে নির্বাচন যত এগিয়ে আসছে ইউপিতে বাড়ছে সহিংসতা। প্রতিদিনই মিলছে নিহত ও আহতের খবর। ২৪ ঘন্টায় শরীয়তপুরের হামলায় আহত অন্তত ২০ জন। অন্যদিকে মাদারীপুরে হামলায় ঘটনার বিচার দাবি করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শরীয়তপুরের আংগারিয়ায় নৌকার সমর্থকের নির্বাচনী কার্যালয়ে হামলা ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে। এঘটনায় আহত হয়েছেন ২০ জন। নির্বাচনী সভার সময় আওয়মী লীগ সমর্থিত প্রার্থী আসমা আক্তারের নির্বাচনী কার্যালয়, সমর্থকদের বাড়ীঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদেরর সমর্থকরা। ভাংচুর করে ৫টি মোটর সাইকেল।
মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে হামলার ঘটনার বিচার দাবি করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করছে এলাকাবাসী। দুপুরে কয়ারিয়া ঈদগাহ ময়দান থেকে তালতলা বাজারে শেষ হয় বিক্ষোভ মিছিল।
																			
																		














