ইউক্রেনে হেরিটেজ ভবনে রাশিয়ার হামলা, মৃ-ত পাঁচ
- আপডেট সময় : ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ১৬৯০ বার পড়া হয়েছে
পশ্চিম ইউক্রেনের শহর লভিভে আঘাত হানলো রাশিয়ার ক্ষেপণাস্ত্র। এর ফলে পাঁচজন মারা গেছেন। ধ্বংসস্তূপ থেকে সাতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।
ইউনেস্কো জানিয়েছে, যে জায়গায় রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা ফেলেছে তা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পাশে ঐতিহাসিক ভবন হিসাবে স্বীকৃত। এখানে হামলা করা ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশনের বিরোধী। ১৯৫৪ সালের হেগ কনভেনশনে সশস্ত্র সংঘাত হলে সাংস্কৃতিক সংগঠনকে রক্ষা করার রূপরেখা তৈরি করে দেয়া হয়। সেটাও ভেঙেছে রাশিয়া।
জেলেনস্কির দাবি
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার সেনাকে পাল্টা আক্রমণ করে এলাকা দখলের কাজ ধীরে হলেও এগোচ্ছে। রাশিয়ার সেনা পিছিয়ে যাচ্ছে। ইউক্রেনের সেনা এগিয়ে যাচ্ছে। তবে তিনি স্বীকার করেছেন, ইউক্রেনের সেনার এগোনোর গতি কম।
প্রাগে চেক প্রেসিডেন্টকে পাশে নিয়ে জেলেনস্কি বলেছেন, ন্যাটোর উচিত এবার ইউক্রেনকে সদস্য করে নেয়ার ব্যাপারে স্পষ্ট বার্তা দেয়া। কিয়েভ এখন এই বার্তার দিকেই তাকিয়ে আছে।
ন্যাটো প্রধান স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনকে সদস্য হিসাবে গ্রহণ করতে ন্যাটো তৈরি।
কিন্তু আগামী সপ্তাহে ন্যাটো বৈঠকে ইউক্রেনকে সদস্য করার বিষয়টি আনুষ্ঠানিক কর্মসূচিতে নেই।
তুরস্কের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, শুক্রবার জেলেনস্কি ইস্তাম্বুল আসবেন এবং প্রেসিডেন্ট এর্দোয়ানের সঙ্গে বৈঠক করবেন।
ডয়চে ভেলে






















