ইউক্রেনে হামলার নির্দেশ দেয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট আর ক্ষমতায় থাকতে পারেন না : জো বাইডেন

- আপডেট সময় : ০৮:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
ইউক্রেনে হামলার নির্দেশ দেয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ক্ষমতায় থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যুদ্ধের মধ্যে পোল্যান্ড সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।
শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে ইউক্রেনের শরণার্থীদের কাছে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনে পুতিনকে ‘কসাই’ আখ্যায়িত করেন বাইডেন। ওয়ারশ’র রয়্যাল ক্যাসেলে দেয়া ভাষণে বাইডেন বলেন, বৈশ্বিক নিরাপত্তা ও স্বাধীনতার স্বার্থে রাশিয়ার স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোর জরুরি ভিত্তিতে একাট্টা হওয়া দরকার। অন্যদিকে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। ক্রেমলিন বলেছে, পুতিন ক্ষমতায় থাকবেন কিনা, তা বাইডেন বলার কে। পরবর্তীতে হোয়াইট হাউস থেকে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় সরকার পরিবর্তনের ডাক দেননি। তিনি আসলে বলতে চেয়েছেন, ইউক্রেনে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে হবে।