ইউক্রেনে নিহত হাদিসুর চিরনিদ্রায় শায়িত
- আপডেট সময় : ০৩:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
ইউক্রেনে জাহাজে রকেট হামলায় নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। বরগুনার বেতাগী উপজেলায় হোসনাবাদ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সকাল দশটায় বাড়ির পেছনের মাঠে হাদিসুরের জানাজা হয়। অংশ নেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ হাজারো মানুষ।
১৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে হাদিসুরের মরদেহ বহনকারী ফ্রিজারভ্যানটি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে নিজের বাড়িতে পৌঁছায়। হাদিসুরেরমরদেহ আসার অপেক্ষায় তার বাড়িতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। তার মরদেহবাহী ফ্রিজারভ্যান আসার সঙ্গে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্য ও স্বজনরা।
সকাল দশটায় হাজারো মানুষের অংশগ্রহণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পড়ান হাদিসুরের চাচা মাওলানা মনিরুল ইসলাম।
নামাজ শেষে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের বাড়িতে হাদিসুরের মরদেহ দাফন করা হয়।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হাদিসুর রহমান আরিফ।ভাইকে হারিয়ে পাগলপ্রায় ছোট দুই ভাই ও বড় বোন। থেমে থেমেই কান্নায় ভারি হয়ে উঠছে বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের
হাওলাদার বাড়ি।
অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার ৭দিন পরেও কেন জাহাজটির নাবিকদের নিরাপদস্থানে কেন সরিয়ে নেয়া হল না। এর সাথে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবী জানান হাদিসুরের ব্যাচমেটরা।
সরকারের পক্ষথেকে হাদিসুরের পরিবারকে সকল ধরনের সহযোগীতার কথা বললেন বরগুনা জেলা আওয়ামী লী সভাপতি ও বরগুনা-০১ এর সংসদ সদস্য।
রাশিয়ার আগ্রাসনের মধ্যে ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেটের গোলার আঘাতে প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।










