ইউএনও এবং এসিল্যান্ডের অপসারণের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক আটকে বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দোকান বরাদ্দ নিয়ে দুর্নীতি ও অনিয়মে জড়িত থাকায় ইউএনও এবং এসিল্যান্ডের অপসারণের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক আটকে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্দরা। সড়ক অবরোধকারীরা ইউএনও এবং এসিল্যান্ডের অপসারণ দাবি করে স্লোগান দেয় বিক্ষুব্ধরা। আধঘন্টা সড়ক অবরোধ থাকায় কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয়া হয়।