ইংলিশ ফুটবল ক্লাব- ব্রাইটনের এক ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
ইংলিশ ফুটবল ক্লাব- ব্রাইটনের এক ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির প্রধান নির্বাহী পল বারবার।
এদিকে, প্রিমিয়ার লিগ চালু হলে কৃতজ্ঞতাস্বরূপ ন্যাশনাল হেলথ সার্ভিসের এক হাজার কর্মীকে ফ্রি টিকিট দেয়ার ঘোষণা দিয়েছে ক্লাবটি। করোনার প্রভাবে হুমকিতে ক্রীড়াঙ্গনের সদস্যরাও। এমন পরিস্থিতিতে সন্দেহজনকভাবে তিন ফুটবলারের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। এর মধ্যে একজনের মাঝে পাওয়া যায় করোনা ভাইরাসের উপস্থিতি। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাহী।