আ.লীগের মেয়র প্রার্থী প্রচারণায় আচরণবিধি মানছেন না : অভিযোগ বিএনপি প্রার্থীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আচরণবিধি মানছেন না, অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী।
সকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণায় নেমে এই অভিযোগ করে বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, আচরণবিধির তোয়াক্কা না করে গাড়িবহরসহ প্রথম দিনে প্রচারণায় নেমেছেন। এমনকি করোনা সতর্কতা না মেনে ভোটারদের ঝুঁকিতে ফেলছেন বলেও অভিযোগ তোলেন তিনি। প্রচারণা নেমে বিএনপির অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তার দাবি, পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনকে বিতর্কিত করতেই এমন অভিযোগ করছেন ডা. শাহাদাত।






















