আয়ের ওপর ভিত্তি করে এলাকাভিত্তিক পানি দাম বাড়োনো হবে : ওয়াসা
- আপডেট সময় : ০৭:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আয়ের ওপর ভিত্তি করে এলাকাভিত্তিক পানি দাম বাড়োনো হবে বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। রাজধানীর বস্তি ও নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংস্থাটি।
সকালে কারওয়ান বাজারস্থ ওয়াসা ভবনে ‘নিম্ন আয় এলাকার আদর্শ গ্রাহকের সম্মাননা স্মারক বিতরনী’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা ওয়াসা, ওয়াটারএইড বাংলাদেশ এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় তিনি বলেন,‘পানির যা উৎপাদন খরচ তার চেয়ে অনেক কমে নেয়া হচ্ছে। তিনি বলেন, সব শ্রেনীর মানুষের জন্য পানির দাম এক হওয়া উচিত নয়। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে নগরীর সকল বস্তিকে বৈধ পানির আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি। তিনি আশা প্রকাশ করে বলেন. ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ঢাকা শহরের বস্তিগুলোকে বৈধ পানির আওতায় নিয়ে আসা হবে। নিম্ন আয় এলাকার আদর্শ গ্রাহকের সম্মাননা স্মারক বিতরনী অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন বস্তি ২৫ জনকে সম্মাননা প্রদান করে ওয়াসা।



















