আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’গ্রুপের সংঘর্ষে ১৫জন আহত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
 - / ১৬৭৯ বার পড়া হয়েছে
 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
জান যায়, মুক্তিযোদ্ধা গাজী মোঃ আলাউদ্দিনের সমাধিস্থলসহ মাদ্রাসা ও এতিমখানার জায়গায় বাঁশ দিয়ে সীমানা প্রাচীর দেয়া নিয়ে গাজী পরিবার ও জমির আলীর পরিবারের মাঝে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসা করতে বৈঠক হয়। এতে দুই পরিবারে সদস্যসহ স্থানীয় থানার ওসি, চেয়ারম্যান ও গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিচার শেষে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে নারীসহ ১৫ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
																			
																		
















