আহমদ শফির মৃত্যুর ঘটনায় মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

- আপডেট সময় : ০৩:০০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর ঘটনায় দলের হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা দায়ের হয়েছে।
সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার নাথের আদালতে মামলাটি দায়ের করেন আল্লামা শফির শ্যালক মোহাম্মদ মাঈনুদ্দিন। তার অভিযোগ মানুষিক নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।
আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। বাদীর অভিযোগ শত বছর বয়সী দেশের এই শীর্ষ আলেমকে মৃত্যুর তিনদিন আগে থেকে মাদ্রাসায় অবরুদ্ধ করে রাখেন আসামীরা। স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখার পাশাপাশি খাবার ও ওষুধ না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেন। হেফাজতের নেতৃত্ব দখল করতেই বর্তমান কমিটির কয়েকজন শীর্ষ নেতাদের প্রত্যক্ষ ও পরক্ষো মদদেই বহিরাগত সন্ত্রাসীরা আল্লামা শফির ওপর তিন দিন ধরে নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি মৃত্যুর পরেও আল্লামা শফির জানাজায় তার পরিবারের সদস্যদের আসতে দেয়া হয়নি বলেও অভিযোগ তার।