আস্থার সংকট কাটিয়ে নির্বাচন করতে চায় কমিশন : সিইসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
সব কিছুর ঊর্ধ্বে থেকে আস্থার সংকট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় ইসি। সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে এ কথা জানান, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ শুরু হয়। এ সময় সিইসি বলেন, দায়িত্ব নেওয়ার পরই অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হয়েছে। সংলাপের মতামত নিয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ করা হবে। সভায় ৩৮ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরপর নির্বাচন কমিশন নারী নেত্রীদের সঙ্গে বসতে পারে বলে জানা গেছে। সবশেষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার কথা রয়েছে কমিশনের। এর আগে ইসি শিক্ষাবিদ, সমাজের বিশিষ্টজন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে তিন ধাপে সংলাপ করেছে।










