আসন্ন নির্বাচন যারা পণ্ড করার চেষ্টা করবে তাদের জন্যই ভিসা নীতি : স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ২০৭১ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো দল বা ব্যক্তিকে উদ্দেশ্য করে মার্কিন ভিসায় নিষেধাজ্ঞা দেয়া হয়নি। আসন্ন নির্বাচন যারা পণ্ড করার চেষ্টা করবে তাদের জন্যই প্রয়োগ হবে এই নীতি।
দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ইনডোর প্লে-গ্রাউন্ডের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভিসা নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার। আমেরিকান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নে দেশকে এগিয়ে নিতে হলে বাংলাদেশ ও শেখ হাসিনার নেতৃত্বকে অনুসরণের পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। অনুষ্ঠানে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।