আসছে সোমবার ২৯ মার্চ দেশে পবিত্র শবেবরাত পালিত হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
আসছে সোমবার ২৯ মার্চ দেশে পবিত্র শবেবরাত পালিত হবে। তাই পবিত্র শবেবরাতের ছুটি ৩০ মার্চ পুনর্নির্ধারণ করেছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে রয়েছে। চলতি বছরের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৫ মার্চ শাবান মাস শুরু ধরে ২৯ মার্চ শবেবরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল। এবার আরবি বর্ষপঞ্জি অনুযায়ী রজব মাস ৩০ দিনে শেষ হয়। শাবান মাস শুরু হয় গত ১৬ মার্চ। সেই হিসাবে শবেবরাতের ২৯ মার্চ পালনের পরদিন ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে।