আশুলিয়া থেকে অপহৃত যুবককে ধামরাই থেকে উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৬০০ বার পড়া হয়েছে
আশুলিয়া থেকে অপহৃত যুবককে ধামরাইয়ের ইসলামপুর থেকে উদ্ধার করেছে রেব।
দুপুরে রেব-৪ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ২০ জুন অপহৃত ওই যুবক আশুলিয়ার গাজীরচটে বোনের বাড়িতে বেড়াতে আসেন। ২৩ জুন রাত ৮টার দিকে বোনের বাসা থেকে বের হলে অপহরণকারীরা তাকে কৌশলে অপহরণ করে ধামরাই নিয়ে যায়। এক পর্যায়ে মারধর করে তার বোনের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি স্বজনেরা আইনশৃংখলা বাহিনীকে জানালে রেব-৪ এর সিপিসি ২-এর নবীনগর ক্যাম্পের সদস্যরা ছায়াতদন্ত শুরু করে। পরে গেল রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ধামরাইয়ের ইসলামপুরে অভিযান চালিয়ে অপহৃত যুবক খোকনকে উদ্ধার করে। এসময় মুক্তিপণের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোনসহ অপহরণকারী চক্রের মূলহোতা পাপ্পুসহ মোট ৪ জনকে আটক করা হয়।























