আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়ীতে ফের হামলা চালিয়েছে সন্ত্রাসীরা

- আপডেট সময় : ০৭:৪৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় ব্যবসায়ী এমএ মতিনের বাড়ীতে ফের বর্বোরচিত হামলা চালিয়েছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা। ভোররাতে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় ওই ব্যবসায়ীর বাড়ীতে ৩০-৪০জনের একদল সশস্ত্র সন্ত্রাসী হামলাসহ ব্যাপক ভাংচুর চালায়।
বাড়ীর কেয়ারটেকার ইয়াসিন জানান, আশুলিয়ার মধ্য গজিরচটে ব্যবসায়ী এমএ মতিনের মালিকানাধীন বাড়ীতে ৩০-৪০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করে। বোমার বিকট শব্দে তাদের ঘুম ভাঙ্গে। এর আগে সন্ত্রাসীরা বাড়ীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ ক্লোজ সার্কিট ক্যামেরা সিসি ক্যামেরা ভাংচুর করে। সংঘবদ্ধ সন্ত্রাসীরা এসময় বাড়ীর বাউন্ডারী দেয়াল ভেঙ্গে ফেলে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসীরা ওই বাড়ীতে ব্যাপক ভাংচুর চালিয়ে চলে যায়। সম্প্রতি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই বাড়ীতে হামলা চালিয়েছিল।