আশুলিয়ায় দুই যুবলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃওরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
পূর্ব শক্রুতার জের ধরে সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রাশেদুজ্জামান ফরহাদ ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক পারভেজ কাজীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃওরা।
সকালে ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রাশেদুজ্জামান ফরহাদ আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় শরীরচর্যা শেষে বাসায় ফেরার পথে ডেন্ডাবর এলাকায় একদল মুখোশধারী যুবক তাকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়ে মৃত ভেবে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র ভর্তি করে। চিকিৎসকরা তাকে জানিয়েছেন তারা অবস্থা আশঙ্কাজনক।