আশুলিয়ার তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ৭ বছর পূর্তি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ১৬১৬ বার পড়া হয়েছে
আশুলিয়ার তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ৭ বছর পূর্তিতে কারখানার সামনে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও নিহতদের স্বজনরা।
এ সময় শ্রদ্ধা জানান ঐ ঘটনায় আহত শ্রমিকরাও। সকাল থেকেই নিশ্চিন্তপুর এলাকায় পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনের সামনে জড়ো হতে থাকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ শিল্পাঞ্চলের সাধারণ শ্রমিকরা। পরে কারখানাটির ফটকের সামনে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তারা। পরে শ্রমিক নেতাসহ সাধারণ শ্রমিকরা, তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেনের ফাঁসির দাবি জানান।