আলু নিয়ে হতাশ কুড়িগ্রামের কৃষক ও ব্যবসায়ীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
এবার আলু নিয়ে হতাশ কুড়িগ্রামের কৃষক ও ব্যবসায়ীরা। যদিও যে কোন বছরের তুলনায় ফলন ভালো হয়েছে এবার।
কয়েক বছরের মধ্যে গতবার আলুর ভালো দাম পায় কৃষক। যে কারণে চড়া দামে বীজ আলু কিনে রোপণ করে তারা। মৌসুমের শুরুতে আলুর দাম ছিল প্রতি কেজি ৯ টাকা। ভালো দামের আশায় তখন হিমাগারে মজুদ রাখে অনেকেই। এখন হিমাগারেই পাইকারি আলু বিক্রি হচ্ছে মাত্র ৯ টাকায়। অথচ পরিবহন, প্যাকিং আর হিমাগার ভাড়া দিয়ে কেজিতে খরচ পড়ছে প্রায় ১৭ থেকে ১৮ টাকা। এতে করে ক্ষতির শিকার হচ্ছে চাষী ও ব্যবসায়ীরা। তাই সরকারিভাবে আলু কেনার দাবি জানিয়েছে তারা।