আওয়ামী লীগ দেশের আত্মা ধ্বংস করে দিয়েছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০১:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ১৮২৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি বিরোধী অভিযানের নামে জনগণ ও পশ্চিমা বিশ্বের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই নাটক শুরু করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৪-তম জন্ম বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। আওয়ামী লীগ দেশের আত্মা ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল। লুটপাট করা আওয়ামী লীগের জাতীয় চরিত্র। বিএনপি মহাসচিব বলেন, ডেঙ্গু নিয়ে সরকারের কেনো মাথাব্যথা নেই। তিনি বলেন, উন্নয়ন আর মেগা প্রজেক্টের পরে হাসপাতাল চিকিৎসা পাচ্ছে না মানুষ। কুলাউড়া উপজেলার জঙ্গি বিরোধী অভিযানের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, জনগণ ও পশ্চিমা বিশ্বে থেকে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার জঙ্গির নাটক করছে। বিএনপি কর্মসূচিতে অমানবিক হামলা ও নির্যাতনের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি দাবি শুধু তত্ত্ববধায়ক সরকারের অধীনে নিবাচন।























