আ’লীগ ক্ষমতায় থাকলেও আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে না : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে না। নিয়ম অনুযায়ী নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। একথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না—বিএনপি নেতাদের এমন বক্তব্য সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘মীমাংসিত ইস্যু নিয়ে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের বক্তব্য আত্মঘাতী ছাড়া আর কিছুই না। তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে বিএনপি এখনও পুরনো ধূসর পথে হাঁটছে।ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় যেতে চায়; তবে তা ব্যালটের মাধ্যমে নয়, ভিন্ন কোনও অগণতান্ত্রিক চোরাপথে। দলটি আরও একটি ওয়ান ইলেভেনের স্বপ্নে বিভোর বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।