আ’লীগের রাজনীতি চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর উপর ভর করে : আমীর খসরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের রাজনীতি চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর উপর ভর করে। তাদের প্রতি জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রাজধানীর আসাদগেটের একটি হোটেলে মেডিকেল টেকনোলজিস এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।
আমীর খসরু আরো বলেন, আন্দোলন শুরু হওয়ায় সরকার ভীত হয়ে পড়েছে। যে কারণে বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন-নিপীড়নের মাত্রা বাড়িয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার প্রতিবার সংবিধান লঙ্ঘন করেছে, তাদের মুখে সংবিধানের কথা মানায় না।
সংবিধানের দোহাই দিয়ে এবার আর ভোট ডাকাতি করে পার পাওয়া যাবে না বলে জানান তিনি। এসময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।