আ’লীগকে রাস্তায় পরীক্ষা দেয়ার আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৯১৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগকে রাস্তায় পরীক্ষা দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে রাস্তায় নেমে আসুন। তারপর প্রমাণ করেন, জনগণ কাদের সাথে আছে।
বিকেলে জ্বালানি তেল, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও নেতাকর্মী হতাহতের প্রতিবাদে রাজধানীর বাড্ডা হাইস্কুল মাঠে সমাবেশে এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র হত্যা করেছে, অর্থনীতি ধ্বংস করেছে। আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। ইভিএম মার্কা ভোট ডাকাতি দেশে চলবে না বলেও মন্তব্য করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

 
																			 
																		























