আলাদা সড়ক দুর্ঘটনায় মনময়সিংহ কুমিল্লা ও নেত্রকোনায় তিন জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় মনময়সিংহ, কুমিল্লা ও নেত্রকোনায় তিন জন নিহত হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক পারাপারের সময় প্রাইভেটকার চাপায় অজ্ঞাত এক পথচারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, আনুমানিক ৪৫ বছর বয়সী ব্যক্তিটি মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেটকার ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় এক পথচারি নিহত হয়েছেন। দুপুর ৩টার দিকে নিমসার বাজার এলাকায় সড়ক পারাপার হচ্ছিল পথচারি মতিনাহা। দ্রুতগতির একটি লং ভেহিকেল ঢাকা মুখি সড়কে ওই পথচারিকে চাপা দিয়ে পালিয়ে যায়। গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নেত্রকোণোর আটপাড়ায় পিকআপ ভ্যানের চাপায় রাসেল মিয়া নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। দুপুরে উপজেলার অভয়পাশা এলাকা থেকে দ্রুতগামী পিকআপটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাসেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।





















