আলাদা ঘটনায় সাভার ও নেত্রকোণা থেকে চারজনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
আলাদা ঘটনায় সাভার ও নেত্রকোণা থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সকালে সাভারের বিসিক শিল্প নগরী ট্যানারির পাশে হরিণধরা এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ের একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের কঙ্কাল উদ্ধার করা হয়। অন্যদিকে, উত্তর রাজাশন এলাকায় একটি বাড়ি থেকে আরেক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া ঢাকার ধামরাইয়ের বাথুলী এলাকার একটি বাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নেত্রকোনায় স্কুল শিক্ষক উজ্জ্বল চৌধুরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার কোনাপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মনি এবং শ্বাশুড়িসহ ৪ জনকে আটক করা হয়েছে।