আলাদা ঘটনায় পটুয়াখালী, নড়াইল ও জামালপুরে ৩ জনের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৫:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
আলাদা ঘটনায় পটুয়াখালী, নড়াইল ও জামালপুরে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
টুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল হলিডে ইনের ১০৮ নম্বর কক্ষ থেকে ঈশীতা বেগম নামের এক তরুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাতটার দিকে হোটেলের কক্ষের তালা ভেঙে তারা এ মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত ২৯ ফেব্রুয়ারী ঈশিতা তার স্বামী রাজ্জাকের সাথে কুয়াকাটা বেড়াতে আসে। সোমবার বিকেলে রাজ্জাক হোটেলের কক্ষে তালা দিয়ে হোটেল থেকে চলে যায়।কোনো শব্দ না পেয়ে হোটেলের কর্মচারীদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।
নড়াইল সদরের সীতারামপুর এলাকা থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সকালে সীতারামপুর ব্রীজ এলাকা থেকে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গেল সন্ধায়, জামালপুরের ব্রক্ষ্মপূত্র ব্রীজ সংলগ্ন এলাকায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।এঘটনায় ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।