আর্থিক সংকটে বগুড়ায় ঘরে ঘরে চলছে অসহায় মানুষের নীরব কান্না

- আপডেট সময় : ০৫:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল ফিতর। গত দু’বছরে করোনার প্রভাবে অনেকে হারিয়েছেন চাকরি। অনেকে হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্যক্ষম ব্যক্তি। সবমিলে বেসরকারি চাকরিজীবী, ছোট ব্যবসায়ী, খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মনে নেই ঈদ আনন্দ। আর্থিক সংকটে বগুড়ায় ঘরে ঘরে চলছে অসহায় মানুষের নীরব কান্না।
টানা দু’বছরের করোনার আর্থিক ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি অনেক মানুষ। করোনায় অনেক পরিবারই হারিয়েছে তাদের উপার্জনক্ষম মানুষ। এরইমধ্যে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে আরো অসহায় হয়ে পড়েছে মানুষ। আয় বাড়েনি, বেড়েছে খরচ। সঞ্চয়ও নেই শ্রমজীবী মানুষের হাতে।
শুধু শহর নয়, গ্রামেও একই অবস্থা। ঋণে জর্জরিত বেশিরভাগ পরিবার। প্রতিদিনের আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে অনেকের।ঈদে সরকারিভাবে অসচ্ছল মানুষদের বিভিন্ন সহযোগিতার কথা জানালেন সমাজসেবার এই উপ-পরিচালক।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিশেষ বরাদ্দ চান নিম্নআয়ের মানুষ।