আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোর ও খুলনায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বেলা সাড়ে ১১ টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা হয়েছে। এ সময় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকোকে ষড়যন্ত্রমুলকভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ওয়ান ইলেভেন সরকার। আলোচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ অনেকে। এদিকে, কোকোর রুহের মাগফিরাত কামনা করে খুলনায় পালিত হয়েছে তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। আলোচনা সভায় অংশ নেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ মহানগরের নেতাকর্মীরা।