আরসা সদস্যদের অপকর্মের প্রতিবাদ

- আপডেট সময় : ০৪:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ১৮৭৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে দুর্বৃত্তদের গুলিতে সৈয়দ হোসেন ওরফে কালা বদা নামের আরও এক রোহিঙ্গা নেতা খুন হয়েছেন। এক দিনের ব্যবধানে এটি দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। সকাল ৭টার দিকে ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডব্লিউ ব্লকে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সৈয়দ হোসেন একই ক্যাম্পের নেতা ছিলেন। মারা যাওয়া রোহিঙ্গার পরিবার জানায়, সকালে বাড়িতে একদল মুখোশধারী হামলা চালায়। এসময় সৈয়দ হোসনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় তাকে ক্যাম্পের এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার সদস্য। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এক রোহিঙ্গা জানান, আরসা সদস্যদের অপকর্মের প্রতিবাদ করায় এখন প্রতিবাদকারীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে।