আরব আমিরাতে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো জাতীয় পরিচয়পত্র কার্যক্রম
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১৬২৬ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো বাংলাদেশি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম।
সোমবার রাতে আবুধাবী বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র বিতরণ এই কার্যক্রম উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আমাদের আমিরাত প্রতিনিধি সিরাজুল হক জানান, প্রবাসীদের দীর্ঘ দিনের দাবি ভোটার তালিকা প্রণয়ন করায় সরকারকে ধন্যবাদ দিয়েছেন প্রবাসীরা। রাষ্ট্রদূত ড. ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল ইকবাল হোসেন খান। এ সময় স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামসহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।





















