আরব আমিরাতের যুবরাজ এবং সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
ইউরোপে তেল-গ্যাস সংকট নিরসনের লক্ষ্যে আমিরাতের আবুধাবিতে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
এর আগে ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে ‘প্রধান আন্তর্জাতিক অংশীদার’ উল্লেখ করে বলেন, বর্তমানে ইউরোপের দেশগুলো যে নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছে, তা মোকাবিলায় একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে যুক্তরাজ্য। বিশ্বকে রাশিয়ার তেল-গ্যাসের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে হবে। ‘আর এই প্রচেষ্টায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রধান আন্তর্জাতিক অংশীদার। বৈঠকে বরিস বলেন, আঞ্চলিক নিরাপত্তা, মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনা ও জ্বালানির আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে আরব আমিরাত এবং সৌদি আরবের সাথে দীর্ঘমেয়াদে কাজ করবে যুক্তরাজ্য।