আরও দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আহমদ কায়কাউস

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসকে আরও দুই বছরের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৯ ধারা অনুযায়ী আহমদ কায়কাউসকে তাঁর অবসর-উত্তর ছুটি ও সে সংক্রান্ত সুবিধা স্থগিত করার শর্তে আগামী ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। আহমদ কায়কাউস ১৯৮৬ সালের ২১ জানুয়ারি ৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে প্রশাসন ক্যাডারে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারিতে তিনি সচিব ও ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান।