আরও একটি টেস্ট হারের পথে বাংলাদেশ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
 - / ১৬৫১ বার পড়া হয়েছে
 
সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৪২ রানে পিছিয়ে টাইগাররা।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল তৃতীয় ওভারেই বিদায় নেন ৪ রান করে।
তামিমকে ফিরিয়ে কেমার রোচ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৫০তম উইকেট। মাহমুদুল হাসান জয়কেও ফেরান রোচ।
দীর্ঘ আট বছর পর টেস্টে ফেরা বিজয়ও হাঁটলেন একই পথে। পরে, খানিকক্ষণ খেলা বন্ধ থাকে বৃষ্টিতে।বৃষ্টি শেষে জেডেন সিলসের বলে আউট হন লিটন দাস,করেন ১৯ রান।
আলজারি জোসেফের বলে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। শান্ত ৪২, সাকিব করেন ১৬ রান।
দিন শেষে অপরাজিত ১৬ রানে নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ শূন্য।
বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪০৮ রান তুলে ইনিংস শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।
																			
																		
















