আবার মাঠে গড়াচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ২২১৫ বার পড়া হয়েছে
আবার মাঠে গড়াচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ । গত বছরের সেপ্টেম্বরে বাতিল হওয়া ম্যচটি পূনরায় মাঠে গড়াবে এমন রায় দিয়েছে ফিফা।
নিজেদের করোনা প্রটোকল দেখিয়ে আর্জেন্টিনার চার খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন তোলে ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ। যে কারণে ৫ মিনিট খেলার পরেই বাতিল হয়ে যায় ম্যাচটি তবে ম্যাচটি পুনরায় খেলার সিদ্ধান্ত দিয়েছে ফিফা। আর্জেন্টিনার আলোচ্য সেই চার খেলোয়াড়কে দুই ম্যাচ করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ভিন্ন দুই অপরাধে অর্থ জরিমানা করা হয়েছে ব্রাজিলকে। শুধু তাই নয়, আর্জেন্টিনাকেও দেওয়া হয়েছে জরিমানার শাস্তি। তবে ফিফার এই দায়ে সন্তুষ্ট নয় ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই ফুটবল অ্যাসোসিয়েশনই ভিন্ন ভিন্ন বিবৃতিতে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে। পাশাপাশি ফিফার দায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণাও দিয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই দেশ।










