আবারো ওয়ানডে ক্রিকেটে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৬২৯ বার পড়া হয়েছে
ওয়ানডে ক্রিকেটে সেরা অলরাউন্ডারের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে আবারো শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব আল হাসান।
আইসিসির নিষেধাজ্ঞায় এক বছর মাঠের বাইরে ছিলেন সাকিব। যে কারণে এ বছরে খেলতে পারেননি মাত্র ৩টি ওয়ানডে ম্যাচ। করোনার কারণে ম্যাচ না হওয়ায় রেংকিংয়ে খুব একটা ক্ষতি হয়নি সাকিবের। ৩৭৩ রেটিং পয়েন্ট শীর্ষে সাকিব। তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ৩০১। ২৮১ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অবস্থান ইংল্যান্ডের ক্রিস ওকসের। এর আগে, গেলো বছরের ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান।










